-
সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন।
-
আমি জানি, 'দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে'। দৃষ্টিভঙ্গি বদলে প্রতিদিন আমি নতুন জীবনের পথে এগুব।
-
আমি জানি, 'রেগে গেলেন তো হেরে গেলেন'। রাগ নিয়ন্ত্রণে রেখে আমি সবসময় জয়ী হবো।
-
অমূলক ভয়ভীতি ও নেতিবাচক চিন্তা বা কথার প্রভাব ও প্রতিক্রিয়া থেকে আমি নিজেকে পুরোপুরি মুক্ত রাখব।
-
ইতিবাচক চিন্তা আমার জন্যে কল্যাণ বয়ে আনবে। আমি যা চাই, ইতিবাচক চিন্তা ও কাজ দিয়েই তা পাব।
-
স্ব-উদ্যোগ, স্ব-পরিকল্পনা ও স্ব-অর্থায়নে আমি প্রতিটি কাজ করতে সচেষ্ট থাকব। আমি সব ব্যাপারেই স্বাবলম্বী হবো।
-
পৃথিবী সাহসী মানুষের জন্যে। আমি সাহসী, আমি নির্ভীক।
-
বিশ্বাস শক্তির আকর। আমি বিশ্বাসী। বিশ্বাসের শক্তি আমার সাফল্যকে নিশ্চিত করবে।
-
আমি প্রতিদিন ভোরে মেডিটেশন করব। মেডিটেশনের প্রশান্তি সারাদিন বয়ে বেড়াব। ফলে আমার চিন্তা কথা সিদ্ধান্ত ও আচরণ সঠিক হবে।
-
মডেল পথ দেখায় আর সমালোচক শুধু সমালোচনাই করতে থাকে। আমি আমার বিশ্বাসের মডেল হবো।
-
আমার কষ্টের কারণ যা-ই হোক না কেন, আমি অন্যকে কষ্ট দেয়া থেকে সবসময় বিরত থাকব।
-
জনসমক্ষে কাউকে, এমনকি শত্রুকেও অপমান করা থেকে বিরত থাকব।
-
কুশল জিজ্ঞেস করলেই বলব-শোকর আলহামদুলিল্লাহ/ থ্যাংকস গড/ হরি ওম বা প্রভুকে ধন্যবাদ! বেশ ভালো আছি।
-
কাজের জন্যে রক্ত যখন ঘাম হয়ে ঝরে, সেই নোনাপানিতেই সাফল্যের বীজ অঙ্কুরিত হয়। কষ্টকর কাজ সম্পাদন করেই আমি অমরত্ব লাভ করব।
-
স্রষ্টার প্রতিনিধি হিসেবে সৃষ্টিকে প্রতিপালনের কিছু কাজ আজ আমি করব।
-
আমার কাজ ও ব্যস্ততা বাড়ছে। আমি সবসময় অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব।
-
আমার হৃদয় গভীরভাবে অনুভব করতে পারে। আমার মস্তিষ্ক যে-কোনো জটিল বিষয় বুঝতে পারে। অজেয় ইচ্ছাশক্তি রয়েছে আমার। আমিই বিজয়ী হবো।
-
জেতার জন্যে নয়, আমি আমার বুদ্ধিকে কাজে লাগাব বিতর্ক এড়ানোর জন্যে।
-
আহাম্মক শত্রুকে বন্ধু ও বন্ধুকে শত্রু বিবেচনা করে ভুল করে। আমি বন্ধু ও শত্রু বিবেচনায় সবসময় বুদ্ধিমত্তা প্রয়োগ করব।
-
যে-কোনো অন্যায় কামনাকে আমি এখন অনায়াসে 'না' বলব। আত্মশুদ্ধির পথে আমি অটল থাকব।
-
ইতিবাচক
দৃষ্টিভঙ্গি পূর্ণতার অনুভূতি নিয়ে জয়ানুরণন সৃষ্টি করে। আর নেতিবাচক
দৃষ্টিভঙ্গি শূন্যতার অনুভূতি দিয়ে ক্ষয়ানুরণনকে বাড়িয়ে দেয়। অতএব যা আছে
তাকেই আমি বড় করে দেখব।
-
আর্থিক লাভের চেয়ে চরিত্র বেশি গুরুত্বপূর্ণ। চারিত্রিক দৃঢ়তাই আমার সাফল্য আনবে।
-
যে সমস্যাই আসুক, সমস্যার অংশ না হয়ে আমি হবো সমাধানের অংশ।
-
কল্যাণচিন্তায়
নিবেদিত না হলে অন্যায় ও অকল্যাণ আমাকে গ্রাস করবে। অন্যায় ও অকল্যাণের
থাবা থেকে রক্ষা পাওয়ার জন্যে সবসময় কল্যাণচিন্তায় নিজেকে নিবেদিত রাখব।
-
আমি সবসময় স্থান ও কাল উপযোগী পোশাক পরব।
-
অন্যের হৃদয়ে প্রবেশের সহজ পথ বিনয় ও সততা। আমি বিনয়ী, আমি সৎ।
-
জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সবাইকে আমি সমান দৃষ্টিতে দেখব। প্রত্যেককে তার কাজ ও যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করব।
-
গরিবের হক কথার প্রতিও মানুষ মনোযোগ দেয় না। আমি সবসময় জ্ঞানী ও বিত্তবান হতে সচেষ্ট থাকব।
-
অন্যের
কাজ, সীমাবদ্ধতা ও ভুলভ্রান্তির প্রতি আমার দৃষ্টিভঙ্গি সহনশীল। তাদের
কাজগুলোকে যতদূর সম্ভব সমঝোতা ও সহানুভূতির দৃষ্টিতে দেখব।
-
প্রতিপক্ষের কাছ থেকেও আমি প্রয়োজনীয় কৌশল দ্বিধাহীনভাবে শিখব।
-
ঋণ জমিয়ে রাখলে ঋণের পরিমাণ বেড়ে বিপদ ডেকে আনে। আমি প্রথম সুযোগেই ঋণ শোধ করব।
-
পদ ও মর্যাদা নির্বিশেষে আমি সকল অতিথির সাথে সমসৌজন্য প্রদর্শন করব।
-
সঠিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করে প্রতিদিন আমি সবদিক দিয়ে ভালো হচ্ছি, সফল হচ্ছি, সুখী হচ্ছি।
-
আমার মনোযোগ ও একাগ্রতা বাড়ছে। প্রয়োজনীয় কাজ বা ভাবনায় সহজেই মন বসছে। ফলে অল্প সময়ে অনেক কাজ করছি।
-
আমি সঠিক পথের অনুসারী। প্রতিদিন আমার অন্তরের আলো ও প্রশান্তি বাড়ছে।
-
আমি আমার ইনটুইশনকে বিশ্বাস করতে শিখছি। আমি স্বতঃস্ফূর্তভাবেই যে-কোনো বাস্তব পরিস্থিতি বুঝতে পারব।
-
বোকা ও দুর্বলরাই অভিমান ও অভিযোগ করে। আমি বুদ্ধিমান। অভিযোগের কারণ দূর করতে আমি বুদ্ধি ও কৌশল প্রয়োগ করব।
-
যখন
কেউ আমাকে দেখছে না, তখন আমি যে কাজ করি তার মধ্যেই আমার আসল চরিত্র
প্রকাশ পায়। এ ধরনের প্রতিটি ক্ষেত্রে আমি নিজেই নিজেকে পর্যবেক্ষণ করব।
Comments
Post a Comment