Skip to main content

Posts

Featured

ময়মনসিংহের ভালুকাতে অনুষ্ঠিত হলো অজেয় ’১৯ কার্যক্রম

১৭ ফেব্রুয়ারি ২০২০ তারিখে এল জি বাটারফ্লাই লি. ভালুকা ময়মনসিংহে আয়োজিত হয়েছে অজেয়’ ১৯ কার্যক্রম।তরুণ প্রজন্মকে রক্তদানে উদ্বুদ্ধ করতে কোয়ান্টাম ফাউন্ডেশনের একটি উদ্বুদ্ধায়ন কার্যক্রম অজেয়’১৯। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফ্যাক্টরি ম্যানেজার জনাব মো. মতিউর রহমান। মূল আলোচনা উপস্থাপন করেন, কোয়ান্টাম ফাউন্ডেশনের অর্গানিয়ার তুহিন দাস টিটো। তিনটি সেশন অনুষ্ঠিত হয় এ কার্যক্রমটি। আয়োজনে ও নিয়মিত রক্তদানের উপর ডকুমেন্টারি দেখে অংশগ্রহণকারীদের অনেকেই উদ্বুদ্ধ হয়েছেন স্বেচ্ছায় রক্তদান করতে। অনুষ্ঠান শেষে সবার মাঝে সালাম ও দেশপ্রেমের স্টিকার বিতরণ করা হয়। উল্লেখ্য, উক্ত প্রতিষ্ঠানের ৩৫০ জন পুরুষ এবং ৭৫ জন নারীসহ মোট ৪২৫ জন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এতে অংশগ্রহণ করেন।

Latest Posts

কোয়ান্টাম মেথডের শত উপকার

মেডিটেশন কি আয়ু বাড়ায়?

নতুন সহস্রাব্দের জীবনযাপনের বিজ্ঞান কোয়ান্টাম

আগে জানুন আপনি কেন বাঁচবেন

সফল হওয়ার সহজ পথ

মেডিটেশন

শুধু ভোগ-বিলাসের জন্যে নয়, মানুষকে কিছু দেয়ার জন্যে আমি কাজ করব। আমি অমর হবো।

বঞ্চিতের শীত নিবারণে বিশেষ দানে অংশ নিন

কোয়ান্টাম মেথড জীবন যাপনের বিজ্ঞান